নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাঁতার প্রতিযোগীতায় গোল্ড মেডেল জয়ী বাক প্রতিবন্ধী ওয়াকিয়া খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাঁতার প্রতিযোগীতায় গোল্ড মেডেল জয়ী ওয়াকিয়া খাতুনসহ অন্যরা।
Leave a Reply