নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আগুনে পুড়ে ২টি চায়ের দোকান ও ১ ডেকরেটরের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার( ১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফুটানি বাজারে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে দোকানে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ভোলাহাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে রাতে সেই আগুনে আলালপুর গ্রামের আতিকুল ইসলামের আতিয়া ডেকরেটোরের দোকানে ২ লক্ষ টাকা, আলালপুর গ্রামের চায়ের দোকানদার জুবায়ের আলীর ১ লক্ষ টাকা ও ফাইজুদ্দিনের চায়ের দোকান পুড়ে ৮০ হাজার টাকার সর্বমোট ৩ লক্ষ ৮০ হাজার টার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস দলের লিডার ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে আধাঘন্টা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply