নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩ শত কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন ।
উক্ত সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উচ্চ ফলনশীল (উফশী) বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
২ হাজার ৩শত কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল (হাইব্রিড) উপশী জাতের ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
Leave a Reply