নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় ভোলাহাটেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ শনিবার সকালে ভোলাহাট উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দিবসে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মোঃ শাহদাত হুসাইন, মুশরীভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগর আলী সহ স্কাউটের সদস্যরা।
Leave a Reply