মোঃ জামিল হোসেন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ১ নং সদর ইউনিয়নের আলালপুর গ্রামের দক্ষিন অংশে ভোলাহাট স্পেসাল ক্যাম্পের উত্তরে রাস্তার সাথেই পূর্ব দিকে আম বাগানে শ্রমিকেরা আম পাড়ার সময় সাপটিকে পাশেই দেখতে পায় এবং সে সময় সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন শ্রমিকেরা ।
আজ সোমবার ২৪ জুন বেলা সাড়ে ১২ টার দিকে আম পাড়ার সময় এই রাসেল ভাইপার সাপটিকে আম বাগানে দেখতে পাওয়া যায় ।
বাগান মালিক ও ইমাম নগর সরকারি প্রাঃ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মিজানুর জানায় সাপটিকে মেরে ফেলার সময় আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম এবং রাসেল ভাইপার সাপিটিকে দেখতে পাওয়ার সাথে সাথেই শ্রমিকের কাছে থাকা আম পাড়া লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়।
এ বিষয়ে ভোলাহাট উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিস কুমার দেবনাথ জানান,যেহেতু ভোলাহাটে মহানন্দা নদী আছে এ নদী টি পর্দা নদীর সাথে সংযোগ আছে সেহেতু রাসেল ভাইপার সাপ ভেসে আসতে পারে। আর রাসেল ভাইপার সাপটি বরেন্দ্র অঞ্চলে আগে থেকেই ছিল বর্তমানে সাপটি সারাদেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা মো: সেরাজুল ইসলাম জানায়, যেহেতু এ অঞ্চলটি ভারতের সীমান্ত ঘেষা আর সেখানে ঝোপ-ঝাড় রয়েছে সেখান থেকেই রাসেল ভাইপার আসতে পারে। তাছাড়া নদী দিয়ে ভেসে আসতে পারে। জমির আইলে এদের বসবাস । এজন্য কৃষকদের লাঠি হাতে নিয়ে ও রাতের বেলা লাইট হাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
Leave a Reply