নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ইউএনও অফিস সহকারী গোলাম রাব্বানীর বিচার চাই বৈসম্য বিরোধী শিক্ষক সমাজ। এক আলোচনা সভায় শিক্ষকগণ বলছেন,কোন বিষয়ে যদি আমরা ইউএনও স্যারের সাথে দেখা করতে যায়, সে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করে ও নানাভাবে অকথ্য ভাষায় কথা বলে।
শিক্ষকরা আরো বলেন, সে আওয়ামী লীগের নেতা বলে সবাইকে ভয় দেখাতো।
তার এই দুর্ব্যবহারের জন্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকেরা অতিষ্ঠ হয়ে গেছে এবং তার বিচারের দাবি করে। এলাকার অনেক বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারী তার এই দুর্ব্যবহারের জন্য তার শাস্তির দাবির জন্য তাকে খুঁজে বেরাচ্ছে।
এ বিষয়ে ইউএনও অফিসারের কথা বললে, তিনি বলেন,এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply