নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবারো শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালেও তিনি শ্রেষ্ঠ হন।
মো. আলমগীর হোসেন এ উপজেলায় যোগদানের পর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝড়ে পড়া শিক্ষার্থীদের কমিয়ে আনা, শতভাগ মিড ডে মিল চালুকরণ, প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া চালু, নতুন বিল্ডিং নির্মাণে ভূমিকা, জাঁকজমক শিক্ষা সংক্রান্ত সেমিনারে আয়োজন, স্কুল সরাসরি পরিদর্শন, মনিটরিং জোরদার করণে কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা, ইভটিজিং ও বাল্যবিবাহে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। সকলের সহযোগীতায় অভূতপূর্ব সফলতা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশংসিত হয়েছে এবং স্বীকৃতি ও মর্যাদা পেয়েছে।
শিক্ষায় বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সহকর্মী ও উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টানা দুবারের শ্রেষ্ঠ ইউএনও মো. আলমগীর হোসেন।-কপোত নবী।
Leave a Reply