নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ সাইফুল নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারি পাইকড় তলা এলাকার মৃত মতিউর রহমান ও মোসা. লাইলি বেগমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৯)।
রোববার রাত ৯ টার দিকে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাই ক্যাম্প জানতে পারে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার যাবার রাস্তার পশ্চিম পাশে মাদক বিক্রির জন্য এক যুবক অবস্থান করছে।
খবর পাবার পর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কাম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে সাইফুল কে গ্রেপ্তার করে চাঁপাই ক্যাম্পে নিয়ে আসে। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কাম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম।-কপোত নবী।
Leave a Reply