মোঃনাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে ৪৯ তম মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল সোমবার সূর্যোদ্বয়ের সাথে সাথে উপজেলা স্মৃতি সৌধে নাচোল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, নাচোল বরেন্দ্র প্রেসক্লা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্র্তৃক পুষ্পস্তবক অর্পণ ও নাচোল উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা জানানো,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের কে জাতীয় স্মার্ট কার্ড প্রদান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ডিসপ্লে প্রদর্শিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মতিউর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ গণমাধ্যম কর্মীরা।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয় (মধ্যবাজারে) সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান,দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি সহ দলীয় নেতৃবৃন্দ।
Leave a Reply