নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে সোমবার বেলা ১২ টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল
মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জিয়া নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি গ্রামের মো. মাসুদ রানা (২২), উপজেলার মো. জিয়াউর রহমান (১৮) ও একই উপজেলার শিবনগর গ্রামের মো. আলম (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা মদুলের টেক এলাকায়
মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল ফেনসিডিলসহ জিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কাম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম।
অন্যদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোববার দিবাগত রাত ১ টার দিকে শিবগঞ্জের ধোপপুকুর বাজার এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ রানা নামে ১ জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য আরেক অভিযানে গোমস্তাপুর থানা পুলিশ সোমবার সকাল সোয়া ৭ টার দিকে
মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গোমস্তাপুরের খোসালপাড়া এলাকার একটি বাড়ি থেকে ১৯০ বোতল ফেনসিডিলসহ আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে থানায়।-কপোত নবী।
Leave a Reply