নিজস্ব প্রতিবেদক :ভোলাহাটে মহান বিজয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে তাদের বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা সমুন্নত স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তলন শেষে একই সময় বীর শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের ইউএনও রাজিবুল আলম, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তাগণ। পর্যায়ক্রমে পুলিশ প্রশাসনের অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধাগণ, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, ক্লাব ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সাথে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় রামেশ্বর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস, রোভার স্কাউটসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ সবার জন্য উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা, সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত ও সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে রামেশ^র হাইস্কুল মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়, সাবেক দুই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ সদস্য ও রাজনৈতিক নেতারা। সুবিধা মত সময় মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা, দুঃস্থ কেন্দ্র ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী, একই সময়ে রামেশ্বর মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও মহিলাদের খেলারুলা। পরে পুরস্কার বিতরণী করা হয়। সন্ধ্যার পরে উপজেলা পরিষদ চত্বওে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড মেডিকেল মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ও আ’লীগ ভোলাহাট উপজেরা শাখা মেডিকেল মোড় নিজস্ব কার্যলয়ে বিজয় দিবসের কর্মসূচি পালন করে।
Leave a Reply