নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার দপ্তর।
রোববার দুপুর ১২টার দিকে আলাতুলী ও চরঅনুপনগর ইউনিয়নে পদ্মার মোহনায় অভিযানে ১০০ গ্রাম ওজনের ১০টি জাটকা ইলিশ ও ১৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আটক হয় এক জেলে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন জানান, অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট রবিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া আটক জেলেকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।-কপোত নবী।
Leave a Reply