নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শীতার্ত অসহায় ও দরিদ্রদের পাশে থেকে শীতার্তদের একটু উষ্ণ ও শীত নিবারন করতে ১৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (বিসিফ)।
সোমবার সকালে বিসিফি’র প্রধান কার্যালয়ে আয়োজনে ও কানসাট শাখার উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কানসাট বি.এন বাজারে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি উদ্বোধন করেন বিসিফ’র সহ-সভাপতি মোহা. বাবর আলী।
বিসিফ’র শিবগঞ্জ এরিয়া ম্যানেজার মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, কানসাট ইউনিয়ন নিকাহ্ রেজিষ্ট্রার কাজ্বী মো. আনোয়ারুল আলম চেম্বার, স্থানীয় হোমিও চিকিৎসক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বিসিফ’র কানসাট শাখা ব্যবস্থাপক মো. শামীম আলী।
বিসিফির সহ-সভাপতি মোহা. বাবর আলী বলেন, আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এবছরও শীতার্ত অসহায় ও দরিদ্রদের পাশে থেকে শীতার্তদের একটু উষ্ণ ও শীত নিবারন করতে ১৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আজকে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। আমরা মানবতার কথা চিন্তা করেই এই অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকে সেবামূলক কাজ করতে চাই। আমরা আগামীতে যেন এমন কর্মসূচি সঠিক ও শান্তিপূর্ণ পরিবেশ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।-কপোত নবী।
Leave a Reply