মো. একরামুল হক মুন্না, পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলায় ১৮টি মাদক মামলার আসামী নবিরুল ইসলামকে (৩৫) পাঁচ বোতল ফেন্সিডিল ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকা থেকে তাকে আটক করা হয়।
নবিরুল ওই এলাকার কবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ শামীম-এর নেতৃত্বে উপ-পরিদর্শক রুহুল আমিন ও সহকারী উপ-পরিদর্শক আবু সুফিয়ান তাকে আটক করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবিরুলের বিরুদ্ধে এর আগের আরো ১৮ মাদক মামলা রয়েছে।
Leave a Reply