নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি বিলভাতিয়া বিওপির টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেনসিডিলসহ রাজু নামে ১ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত ব্যক্তি রাজশাহীর রাজবাড়ী কাঠালবাড়ীয়া এলাকার মোঃ আজম আলীর ছেলে মোঃ রাজু (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি জানান, ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭ টার দিকে বিলভাতিয়া বিওপির হাবিলদার শ্রী অনিল কুমারের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার-১৮৯/৭-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৯৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ রাজুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২ হাজার ৯২০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস-বিজ্ঞপ্তিতে জানায় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি। -কপোত নবী।
Leave a Reply