শফিকুল ইসলাম: রহনপুরস্থ উপজেলা পোষ্ট অফিসের সাবেক পোষ্টমাষ্টার ও খয়রাবাদ তাহিরনগর নিবাসী অালহাজ্ব মোঃ একরামুল হক (একরাম পোস্টমাস্টার) আজ বিকেল 4.00টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 70 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, বহু আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় তাহিরনগরে ও ২য় জানাজার নামাজ সকাল ১০:৩০মিঃ তাঁর নিজ জন্মভুমি চৌডালার বালুটুঙ্গীতে অনুষ্ঠিত হবে। এবং সেখানে মরহুমের পারিবারিক গোরস্থান তাঁকে দাফন করা হবে। উল্লেখ্য তিনি গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা সহ বিভিন্ন স্থানে পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply