মোঃ নাসিম, নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠন ও থানাপুলিশের পক্ষ থেকে পূস্পমাল্য অর্পণ করা হয়।
আজ শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দল ও তাদের অংগ সংগঠন ও থানাপুলিশের পক্ষ থেকে প্রভাত ফেরী শেষে শহীদ মিনার প্রঙ্গনে সংক্ষিপ্ত আলোচনসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিবের সঞ্চালনায় আলোচনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান
Leave a Reply