নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাই ক্যাম্পের একটি অপারেশন দল রামচন্দ্রপুর হাট পুরানটোলা গ্রামের একটি আম বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৭ বোতল ফেনসিডিল ও নগদ ৮ হাজার ৪০০ টাকাসহ ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট পুরানটোলা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ইসমাইল হোসেন (৪০)।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আম বাগানে মাদক বিক্রির জন্য একজন অবস্থান করছে।
খবর পাবার পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে র্যাবের একটি দল দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে ৫৭ বোতল ফেনসিডিল, নগদ টাকা ও একটি বাইসাইকেলসহ ইসমাইল কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা রয়েছে।-কপোত নবী।
Leave a Reply