নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। তিনি সকাল সাড়ে ৯টায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার এ এইচ এম আবুর রকিব বিপিএম পিপিএম (বার), সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা ওয়াজিদুজ্জামানসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এরপর ১১ টার দিকে সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে যান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার।- কপোত নবী।
Leave a Reply