নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: ঢাকার গাজীপুর পোড়াবাড়িতে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে গম্ভীরা পরিবেশন করে চাঁপাই গম্ভীরা দল।
নানা চরিত্রে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুল আলম ও নাতি চরিত্রে মানি রহমান গম্ভীরা পরিবেশন করেন।
এতে চাঁপাই গম্ভীরা দলের তাজ, রনজিত, অনু, রাকিব এবং ভাগ্য সহযোগিতা করেন। গম্ভীরার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা করেন নানা মাহবুব ও নাতি মানি। এ ছাড়াও র্যাবের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে ও তুলে ধরা হয়।
উল্লেখ্য, চাঁপাই গম্ভীরা দল এরই মধ্যে জেলা ও জেলার বাইরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা পরিবেশনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছে।- কপোত নবী।
Leave a Reply