নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ১ ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মধ্যবিনোদপুর গাঁড়াটোলা গ্রামের মো. আক্তারুল ইসলামের ছেলে মো. রুবেল (২৮)।
সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে র্যাবের পাঠানো প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মধ্যবিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের ফাঁকা মাঠে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ১ ব্যক্তিকে হাতেনাতে আটক করে।
সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃত রুবেলকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
[কপোত নবী, ৩০-০৭-১৯]
Leave a Reply