মোঃ নাসিম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্রাম্যমান আদালতে এক ইভটিজারের বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে নাচোল থানা পুলিশ।
এলাকাবাসী ও নাচোল থানাপুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার সিংরইল বাজার থেকে ঘাসুড়াগামী পাকা রাস্তা দিয়ে এক জণৈক স্কুল পড়ুয়া মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল এমন সময় সিংরইল বাজারে ওঁত পেতে থাকা পিপড়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেসবাউল হক (১৮) জণৈক স্কুল পড়ুয়া মেয়ের গতিপথ রোধ করে চিঠি দেওয়ার চেষ্টা করে।কিন্তু জণৈক স্কুল পড়ুয়া মেয়ে বখাটে মেসবাউলের চিঠি গ্রহন করতে অসম্মতি জানালে মেসবাউল হক ঐ স্কুল পড়ুয়া মেয়েকে উত্যোক্ত করতে থাকলে স্থানীয়রা মেসবাউল হক কে আটক করে নাচোল থানা পুলিশকে খবর দিলে থানার এসআই সবুজ ও এএসআই নূর আহাম্মেদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মেসবাউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার আদালতে উপস্থিত করলে শুনানী শেষে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Leave a Reply