নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সরকারের মোড়ে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও
হোটেলে পণ্যের নির্ধারিত মূল্যের তালিকা না থাকায় ৩ হোটেল মাালিককে
জারিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারকদ্বয়। বুধবার বিকেলে সদর
উপজেলার সরকারের মোড়ে অভিযানে চালিয়ে হোটেল মালিকদের এই জরিমানা আদায় করা
হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান পৃথক অভিযানে ওই ৩ হোটেল মালিকদের ৩
হাজার টাকা করে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
পরে হোটেল মালিকদের বিভিন্ন সর্তক বার্তা দেন ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল
হাসান ও ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান । আগামীতে যেনো হোটেলে পরিষ্কার
ও পরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রয় করে এবং মূল্য নির্ধারিত তালিকা টাঙানো
হয় সে বিষয়ে নির্দেশ প্রদান করেন।
অভিযানে ইন্সপেক্টর কোবাদ আলী, মো. মিলনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
অংশ নেন। পরে জব্দকৃত পোড়া তেল ও বাসী খাবার নষ্ট করা হয়।[কপোত
নবী-৩১-০৭-১৯]
Leave a Reply