নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর
থেকে ৪০ বোতল বাংলা মদসহ ২ জন বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক
বিক্রেতারা সদর উপজেলার হুজরাপুর গুড়িপাড়ার মৃত সেলিম রেজার ছেলে আবদুর
রাজ্জাক ওরফে সেন্টু (৪৭) ও একই এলাকার মনিলাল ঠাঁকুরের ছেলে শচীন কুমার
রায়।
সদর ফাঁড়ির এএসআই বিপ্লব কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার
গভীর রাতে হুজরাপুর গুড়িপাড়ায় অভিযান চালিয়ে দেশিয় তৈরি ৪০ বোতল বাংলা
মদসহ সেন্টু ও শচীনকে আটক করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
হয়েছে। পরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।[কপোত
নবী-০১-০৮-১৯]
Leave a Reply