মোঃ জামিল হোসেন:
প্রশাসনের নির্দেশনা অমান্য করার অপরাধে ভোলাহাট উপজেলার কলেজ মোড়ের আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে সোমবার সন্ধার পর ১৫ হাজার অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম।এ সময় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডলসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে,রবিবার রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশনাযায়ী ভোলাহাট উপজেলার হোটেল – রেস্টুরেন্ট, চায়ের দোকান ক্যারামবোর্ডগুলো বন্ধ করে দেয় ভোলাহাট থানা পুলিশ।
কিন্তু সোমবার উপজেলা প্রশাসনের নির্দেশনা না মানায় আল আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে।এদিকে মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে ভোলাহাটের হোটেল রেস্টুরেন্টগুলি বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। সেইসাথে করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী।উপজেলা প্রশাসনসহ কিছু সেচ্ছাসেবী সংগঠন এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছেন।
Leave a Reply