নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা খাচ্চা পাড়া এলাকার বড়িয়াপাড়া মুখী মরা নদীর ব্রীজের উত্তর পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৪০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নশুকা কামার পাড়া গ্রামের শ্রী প্রভাত কর্মকারের ছেলে শ্রী পলাশ চন্দ্র কর্মকার (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বাগডাঙ্গা এলাকায় অবৈধ মাদক নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর ২৪ মার্চ মঙ্গলবার রাত ৮ টার দিকে কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি একেএম এনামুল করিম এর নেতৃত্বে র্যাব চাঁপাই ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply