নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। এ সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
সকাল সাড়ে ৮টার সময় কোর্ট বাগানের মুজিব মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করে।-কপোত নবী।
Leave a Reply