নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মানুষকে সচেতন করতে ছাত্রলীগ নেতা আক্কাশ আলী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গোবরাতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আক্কাশ আলী ব্যক্তিগত উদ্যোগে মাস্ক, লিফলেট, সার্জিক্যাল টুপি, হাতের গ্লোভস বিতরণ করেছেন।
শুক্রবার দিনব্যাপী গোবরাতলা ইউনিয়নের গুনীর মোড়, ঘুঘুডিমা, গোবরাতলা, মহিপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে তিনি এসব বিতরণ করেন।
এ সময় বিভিন্ন মুদি দোকানের সামনে ক্রেতারা যাতে দুরত্ব বজায় রেখে পণ্যদ্রব্য ক্রয় করে সে লক্ষ্যে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে বৃত্ত চিহ্নিত করেন আক্কাশ আলী।
ছাত্রলীগ নেতা মো. আক্কাশ আলী জানান, জাতির এই ক্রান্তিলগ্নে নিজ উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টায় জনসাধারণকে সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে আক্কাশ আলীর ব্যক্তিগত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
জেলার সকল ইউনিয়নের বিভিন্ন দলের পদধারীরা এ উদ্যোগ নিলে মানুষ আরো বেশি উপকৃত হত।-কপোত নবী।
Leave a Reply