নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রী বৃন্দ! উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম তানভীর! উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুলকার নাঈম! চককিত্তী ইউনিয়নের সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন ও উজিরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন কানসাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন আলী
সৌজন্যে এম ইমরান খান সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মনাকষা ইউনিয়ন শাখা
ডেঙ্গুর ভাইরাস মানুষ থেকে মানুষের দেহে ছড়ায় মশার মাধ্যমে। মশাই এই রোগের একমাত্র বাহক। ডেঙ্গু ভাইরাস যে বিশেষ মশার মাধ্যমে ছড়ায়, তার নামও সবাই জানে—এডিস মশা। এডিস মশার দুই রকম প্রজাতি আছে। একটির নাম এডিস ইজিপ্টি ও অপরটি এডিস এলবোপিক্টাস। তবে আমাদের এই অঞ্চলে এডিস ইজিপ্টিই বেশি। এরা কামড়ায় সাধারণত দিনের বেলায়, বিশেষ করে শেষ বিকেলে।
এডিস মশা একটু গৃহী ধরনের। পছন্দ করে আবদ্ধ জলাধার। এরা বাসাবাড়ির টবে, ফ্রিজের পেছনে জমে থাকা পানি, এসির পানি, কমোডে আটকে থাকা পানি ইত্যাদিতে বংশবিস্তার করে। রাস্তার খানাখন্দ, পড়ে থাকা পুরোনো টায়ার, যেকোনো রকমের পাত্র, জেরিক্যান, মোটকথা যেখানে পানি কিছুদিন জমে থাকতে পারে, সেখানেই এদের বসবাস ও প্রজনন।
(মোঃ ইউসুফ খান) ০৭/০৮/১৯
Leave a Reply