ইউসুফ খান, নাচোল: সকাল থেকে রাত। ঠুকঠাক শব্দ আর দোকানে ক্রেতাদের আনাগোনা। দা, বটি, ছুরি, চাপট বানানোর অর্ডার নিয়ে ব্যস্ততার শেষ নেই কামারপাড়ায়। দোকানে আসা মানুষের একেক জনের একেক ফরমায়েশ।
কেউ দা, বটি আবার কেউ ছুরি চাপট বানাতে দিচ্ছেন। চাহিদামতো দা বটির সাইজ বলে দিচ্ছেন ও দাম দর ঠিক করছেন। আর তাদের পছন্দমতো দা, বটি, ছুরি, চাপট তৈরিতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামারপাড়ার কারিগররা। কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা শুরু হয়েছে নাচোলের বিভিন্ন স্থানের কামারপাড়ায়। ত্যাগের মহিমা আর উৎসবের আনন্দ নিয়ে বছর ঘুরে আবারও আসছে কোরবানির ঈদ। পশু কোরবানিই মুখ্য এ উৎসবে।
আল্লাহকে খুশি করতে এসময়ে সামর্থ্যরে সবটুকু দিয়েই চেষ্টা করেন ধর্ম পরায়ন মানুষেরা। আয়োজনটাও তাই হওয়া চাই মনমতো। ঈদের বাকি আর এক সপ্তাহ । হাটে পশু থেকে শুরু করে দা, বটি, চাপট কেনাসহ কোরবানির জন্যে প্রস্তুতি ও থাকে বড়সড়। এ সময়ে তাই দা, বটি, ছুরি, চাপট তৈরি এক মহা কর্মযজ্ঞ। এসব কাজে নাচোলের বিভিন্ন কামারপাড়ায় দিন রাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত তৈরি করছেন ক্রেতাদের পছন্দসই দা, বটি, ছুরি, চাপট।
নতুন করে তৈরি ছাড়াও কামাররা পুরনো দা, বটি সান দেয়ার কাজও করছেন নাচোলের ফতেপুর ইউনিয়নের মাঝ বয়সী নিতাই কর্মকার দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে রয়েছেন। তিনি বলেন, সারাবছর সাধারণত আমি একাই কাজ করি। তবে বছরের এ সময়টায় একজন কর্মচারী রাখি। সারাবছর ছাড়াও কোরবানির এসময়ে আমার কাছে বিভিন্ন দোকান, বাসাবাড়ি, মাদ্রাসা থেকে অনেকে অর্ডার দিতে আসেন। আবার অনেকে আসেন পুরনো দা, বটি, ছুরি সান দিতে।
Leave a Reply