মোঃ নাসিম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোল বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ডাক বাংলো মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য প্রদান,জাতীয় সংগীত পরিবেশন,এক মিনিট নিরবতা পালন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব প্রফেসর ডঃআব্দুল খালেক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান,সহ সভাপতি এ্যাডঃআফসার আলী,সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,পৌর মেয়র আব্দুর রশিদ রশিদ খাঁন ঝালু,কসবা ইউপির চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান সহ অন্যরা। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাকিব মাষ্টার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনাসভায় প্রধান অতিথি জনাব প্রফেসর ডঃআব্দুল খালেক বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে একটি সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশের শোষন বঞ্চিত মানুষ কে যেভাবে মুক্তির পথ দেখিয়েছিলেন তা বাংলার ইতিহাসে চির স্মরনীয় হয়ে আছে। বঙ্গবন্ধু পরিষদের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলবে একদিন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে বঙ্গবন্ধু পরিষদের সদস্যরা বাংলাদেশের উন্নয়নে কাজ করবে । বক্তব্য শেষে প্রধান অতিথি জনাব,প্রফেসর ডঃআব্দুল খালেক নাচোল বঙ্গবন্ধু পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মশিউর রহমান বাবু,সাধারণ সম্পাদক পদে আব্দুস সাত্তার,সাংগঠনিক সম্পাদক পদে শহিদুর রহমান তুহিন সহ ৫১ বিশিষ্ঠ সদশ্য কমিটি ঘোষণা করেন।
Leave a Reply