নিজস্ব সংবাদতাতা:
আগামী সোমবার পবিত্র ঈদ-উল-আজহা। ত্যাগের মহিমায় দিবসটি উদযাপন করবেন দেশের মুসলিমরা। ঈদ ইবাদতের অংশ হিসেবে ভোলাহাটের সকল ঈদগাহে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
সকল পর্যায়ের আয়োজক, লাল সবুজেরব প্রতিবেদককে জানান, ইতোমধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুরবানির পশু জবাইয়ের কারণে ঈদ-উল ফিতরের চেয়ে আযহার ঈদের জামাত কিছুটা আগে আয়োজন করা হয়। ঈদের দিন সকালে বৃষ্টি বা দুর্যোগজনিত বাধা তৈরি হলে ঈদগাহের নিকটবর্তী মসজিদে ঈদের নামাজ আদায়ের বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
ঈদ-উল-আজহার প্রধান জামাত ভোলাহাটে সন্ন্যাসীতলা প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে ভোলাহাট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন ও আ’লীগ সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ ঈদুল আযহার নামায আদায় করবেন। অপরদিকে আ’লীগ সভাপতি প্রকৌশলী আমিনুল হক সকাল ৮টায় ঈদের নামায আদায় করবেন চর ধরমপুর ঈদগাহ ময়দানে।আ’লীগ সাংগাঠিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন সকাল ৮টায় পোল্লাডাংগা ইদগাহে নামায আদায় করবেন। হোসেনভিটা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের নামায আদায় করবেন, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএন’পির সভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম,ও উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক চুটু সকাল ৮টায় মুশরিভুজা ঈদগাহে,উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আওয়াল সকাল ৮টায় বড় জাম্বাড়িয়া ইদগাহে,উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক কাওসারুল ইসলাম রঞ্জু সকাল ছোট জাম্বারিয়া ইদগাহ ময়দানে নামায আদায় করবেন।
সন্নাসীতলা ইদগাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী জানান, ঈদগাহে ৮ হাজার থেকে ১০হাজার লোক একসাথে ১৫টি জুম্মা মসজিদের মুসল্লী নামাজ আদায় করবেন।
সন্নাসীতলা ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী অফিসার ,ভোলাহাট থানা অফিসার ইনচার্জসহ সকল শ্রেণিপেশার মুসলিমরা নামাজ আদায় করেন। তবে আবহাওয়াজনিত কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে নিকটবর্তী মসজিদে হবে ঈদের প্রধান জামাত। আর রাজধানীর ডেঙ্গুর প্রকোপের কারণে কলেজমোড় সংলগ্ন সন্নাসীতলা ঈদগাহ ময়দানের অজুখানা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মশা মারার ওষুধ ছিটানোসহ সব প্রস্তুতি এগিয়ে নেয়া হয়েছে।
এদিকে ১৯০৮ সালে প্রতিষ্ঠিত ভোলাহাটের বৃহত্তম ও প্রাচীন ঈদগাহ ভোলাহাটের সন্নাসীরতলা ২২৪তম ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে ঈদ জামাত শুরু হবে সকাল ৮টায়।
Leave a Reply