রাফাত আহমেদ: তোমাদের বলতে চাই কিছু কথা, অন্তরে লালন করো মহান গুন সততা। তোমাদের প্রতি রইলো এই উপদেশ, মন থেকে করো খারাপ কে নিঃশেষ।
নতুন প্রজন্ম কখনো করবে না কোনো কিছুকে ভয়, নিশচয় তোমরা নিঃশেষ করবে, সব বাধা বিপর্যয়। জীবনে যদি কোনো দিন আসে পরাজয়, তারপরই সফলতা আসবে নিশচয়।
নতুন প্রজন্ম, সচ্চার হও তোমরা খারাপের বিরুদ্ধে, মনুষ্যত্ব কে রেখো তোমরা সবার উর্ধ্বে। “সমাজ থেকে বিদায় করবো সকল দুরাচার ” মনে মনে করো তোমরা এই অঙ্গীকার।
নতুন প্রজন্ম, মনযোগ দিয়ে তোমরা করো পড়াশোনা, কাজে দিও মন,কাজ ফেলে রেখোনা।
গুরুজনের কথা তোমরা মান্য করে চলো, ভবিষ্যৎ হবে তোমাদের উজ্জ্বল, হবে অনেক ভালো।
নতুন প্রজন্ম, করো পরিশ্রম, মানুষ হতে হলে, জায়গা নিতে হবে তোমাদের মনীষীদের দলে।
দেশের জন্য দেখ তোমরা নতুন সপ্ন, হও দেশের বীর,হও দেশের রত্ন। নতুন প্রজন্ম, অন্তরে লালন করো এমন চেতনা, যেন তোমাদের কাছে পাই সবাই অনন্য প্রেরণা।
তোমাদের জীবন হোক আরও আনন্দময়, “বিজয় আসবেই” মনে মনে গড়ো এই প্রত্যয়।
Leave a Reply