এ বাশার চঞ্চল-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নতুন ট্রাফিক আইন মেনে চলতে নওগাঁর রাণীনগর উপজেলায় জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাণীনগর উপজেলা প্রশাসন ও রাণীনগর থানা পুলিশের উদ্দ্যেগে সচেতনতা বৃদ্ধিতে উপজেলা বাসট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকেই।নতুন ট্রাফিক আইন সর্ম্পকে উপজেলা বাসীকে অবহিত করে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন ও রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মোটরসাইকেলে উঠলেই হেলমেট পরতে হবে, তা যত কম দূরত্ব বা বেশি দুরত্বে গমণ করেন না কেন, সহযাত্রী নারী বা পুরুষ যাই হোক না কেন, চালকের পাশাপাশি তাকেও হেলমেট পরতে হবে। হেলমেট বিহীন মোটরসাইকেল না চালাতে ও নতুন ট্রাফিক আইন মেনে চলতে সকলকে আহব্বান জানান। নতুন ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গহণ করা হবে বলেও জানিয়েছেন তারা।
Leave a Reply