স্টাফ রিপোর্টার, কপোত নবী : ১১ জুন বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে একজন করোনা আক্রান্ত হয়েছেন।আক্রান্ত ব্যক্তি সদর মডেল থানার এসআই আমির সোহেল। জেলায় প্রথম পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন। জেলায় মোট আক্রান্ত এখন ৭৯ জন আর সুস্থ হয়েছেন ৪২ জন।
রাজশাহীর দুইটি ল্যাবে একদিনে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীর ১১ জন, পাবনার ১৬ জন, নাটোরের ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।
ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের বর্হিবিভাগ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১১ জনের পজেটিভ এসেছে। এদের মধ্যে ১০ জনের বসবাস রাজশাহীতে। আর অপরজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
Leave a Reply