জী.এম. অাযম:
যান্ত্রিক জীবনের প্রয়োজনে
মেলে না গরুগাড়ী,
ধানের মৌসুমে মেঠোপথে
চলতো সারি সারি।
পন্য বহনের উত্তম মাধ্যম
গরুগাড়ী ছিলো,
যুগের সাথে তাল মিলাতে
হারিয়ে কোথায় গেল?
বিয়ের পয়গাম নিয়ে যেতে
গরু গাড়ি চাই,
গরুগাড়ী কী ছাড়া বিয়ে
শোভা বলো পাই?
অাধুনিকতার ছোঁয়া লেগে
বসেছে হারিয়ে যেতে,
অাগের মত অার চলেনা গাড়ি
বাংলার পথে ঘাটে।
Leave a Reply