ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের তালিকাভুক্ত ৩ হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা শহীদ মিনার চত্বরে ৪টি ইউনিয়নের ৩ হাজার ৩শত শিশুর মাঝে ৫টি করে খাতা, ৫টি সাবান, ১টি করে ব্রাশ ও পেস্ট বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। এরই সাথে সাথে উপজেলার উমার, ধামইরহাট, জাহানপুর ও আলমপুর ইউনিয়নের তালিকাভুক্ত নিবন্ধিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মানুয়েল বৈদ্য, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি লজিমুখিম, রোজলিন, ভিডিসি সদস্য পাস্কায়েল হেমরম প্রমুখ।
Leave a Reply