মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সদর উপজেলার কলেজপাড় এলাকায় সাংবাদিক আল মামুনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আজ সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
সাংবাদিক আল মামুনের ভাই আইনজীবী মাহবুব আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এড. সুমন জানান, ৪ জনের মুখোশধারী প্রত্যেকে পিস্তল নিয়ে দোতলা বাসার গ্রিল কেটে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। প্রথমে মায়ের কক্ষে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার রুমে আসে। তারপর দড়ি দিয়ে হাত, চোখ বেধে দেয়। এরপর স্ত্রী, ১৫ মাসের সন্তান ও ৬ বছরের ভাগিনীকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রাখে। অস্ত্রের মুখে জিম্মি করে মা ও আমার কক্ষের আলমারিতে থাকা ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণ, নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বেলা ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। তিনি জানান, অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।#
Leave a Reply