নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ১নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের আনুষ্ঠানিক ভাবে পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন।
মংগলবার (২২ মার্চ) সন্ধায় পরিষদের ৯টি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী চেয়ারম্যান ইয়াজদানী জজের সাক্ষরিত পত্র চেয়ারম্যানের পক্ষে পরিষদের সচিব নবনির্বাচিত চেয়ারম্যান পিয়ার জাহানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহবুবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার,যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক,ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির,সোনামসজিদ স্থলবন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জামিল হোসেনসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ ।
দায়িত্ব গ্রহনের পর সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এক প্রতিক্রিয়ায় বলেন, গত ৭ফেব্রুয়ারী ৬ নং ওয়ার্ডসহ নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাকে মোটর সাইকেল স্বতন্ত্র প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়ে ভোটে বিজয়ী করেছেন তাদের অনেক প্রত্যাশা রয়েছে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ইউনিয়নবাসীর মুখে হাসি ফুটাতে চাই।
তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী ভোলাহাট সদর ইউনিয়ন উন্নয়ন দিকে থেকে অনেক পিছিয়ে রয়েছে। আমার ইউনিয়নবাসীকে সাথে নিয়ে সকলের প্রচেষ্টায় ইউনিয়নের কাংখিত উন্নয়ন সহ ইউনিয়ন পরিষদ থেকে জনগনের জন্য নেওয়া সরকারের সকল সেবা নিষ্ঠার সাথে পৌছে দেওয়ার জন্য পরিষদের নির্বাচিত সকল সদস্যদের নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যান সহ পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে বিপুল ভাবে ফুলেল শুভেচ্ছায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে টি সঞ্চালনা করেন মোঃ সেলিম রেজা মাষ্টার।
Leave a Reply