নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২৩ মার্চ বুধবার খুনের মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী হাঁসপুকুরের মোঃ হামজালালের ছেলে মোঃ মানুরুল মানি(৩৫) কে রাত সাড়ে ৯ টার দিকে বাচ্চামারী স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপর অভিযানে একই দিন রাত সাড়ে ১০ টার দিকে সাড়ে ৩’শ গ্রাম গাঁজাসহ গোপিনাথপুর গ্রামের সৈয়দ মোঃ সাইফুদ্দিনের ছেলে মোঃ মাতিন(৪০)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে জামবাড়ীয়া ইউনিয়নের মীরপুর মান্নুমোড়ের মোঃ সাইফুদ্দিন ফকিরের ছেলে রানু(৩৫) কে ২০ পিস ইয়াবাসহ মীরপুর বাগানবাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রেজওয়ানুল হক মন্ডল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও জানান,এধরনের মাদক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply