নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গণঅধিকার এর আয়োজনে
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন করেছে গণঅধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়৷ শনিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্থম্বে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীটি জেলা শহরের হুজরাপুর মাতৃমন্দির সংলগ্ন গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়৷ পরে জেলা কার্যালয়ে আলোচনা সভার মোনাজাতের মাধ্যমে আয়োজন করা হয়। সভায় মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস-সংগ্রাম নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন করনীয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, গণনেতা এনামুল হক, সাইফুল ইসলাম বাচ্চু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মেসবাহুল হক, যুব অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আল আমিন, নবনির্বাচিত সাধারণ সম্পদক শফিকুল ইসলাম, জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আখের আলী, যুব অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আহবায়ক নাদিম হোসেন ও সদস্য সচিব আব্দুল মবিন, যুব অধিকার পরিষদ সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. রুমন মাহমুদসহ অন্যান্যরা উপস্থিতি মধ্যে দিয়ে গভির ভাবে পালন করেন।
প্রোগ্রাম শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার যুব অধিকার পরিষদ প্রবাসীদের অর্থায়নে ইসলামপুর ইউনিয়নের বেলাল নামের এক প্রতিবন্ধীবাক্তিকে একটি দোকান ও একজনকে নগদ অর্থায়নে চক্ষু অপারেশনের জন্য সহযোগিতা করা হয়।
Leave a Reply