শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর থেকে ২৮ রমজান থেকে আকস্মিকভাবে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি দোকানে ২ লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ১ লিটার সোয়াবিন তেল কোন কোন দোকানে পাওয়া গেলেও ১৬২ থেকে ১৬৫ টাকার তেল এখন ১৯০টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিন্ডিকেটের মাধ্যমে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বোতল জাত সোয়াবিন তেল ক্ষুদ্র ব্যবসায়ীদের সরবরাহ না করে তা গুদামজাত করে রেখে মূল্যবৃদ্ধির ধান্দা করে যথারীতি সফলতা অর্জন করেছে। এদিকে বোতল জাত ছাড়া খোলাবাজারে ১৬৫ টাকা কেজি দরের সোয়াবিন তেল মাত্র দুই দিনের ব্যবধানে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে কি করে এ প্রশ্নঃ এলাকাবাসীর? এ ব্যাপারে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি গতকাল থেকে অভিযান চালাচ্ছি। বিষয়টি দেখছি। থ্যাঙ্ক ইউ।
বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে গুদামজাতকৃত তেল বাজারে জরুরী ভিত্তিতে (ঈদের পূর্বেই) সরবরাহের ব্যবস্থা করার জন্য এলাকাবাসী জোর দাবি জানান।
Leave a Reply