ভোলাহাট প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হরিপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে বাল্যবিবাহের দায়ে অভিযুক্ত অপ্রপ্তবয়স্ক ছেলের পিতা এহেরুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে গত বুধবার ২৭ জুলাই রাতে মুশরিভুজা এলাকার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ ১ আগষ্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। তিনি জানান, গোমস্তাপুর উপজেলার অপ্রাপ্তবয়স্ক কনে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের হরিপুর গ্রামের এহেরুলের ছেলে সারোয়ারের বাল্যবিয়ে দেওয়া হয়েছে।এবং বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় বিয়ে বাড়িতে গিয়ে বর-কনে এবং বরের বাবা-মাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে বরের বাবাকে ১০ হাজার টাকা অথর্দণ্ড প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, এস আই আব্দুস সালাম, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply