ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল রুরামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি)’র উদ্যোগে ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট এপি ম্যানেজার বিমল রুরামের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন দক্ষিন চকযদু গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মফিজ উদ্দিন ও বিহারীনগর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা চৌধুরী। এ সময় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ছাবিহা ইয়াছমিন, ভাতকুন্ডু কে,এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ভিডিসি সম্পাদক পাস্কায়েল হেমরম, ভিডিসি সদস্য ও বিশিষ্ট ফুটবলার মো. মাহমুদ আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, সুরভী শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন। #
Leave a Reply