ঃ খুলনার দাকোপ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাভার্চুয়ালকনফারেন্সশীর্ষকসভায়উপজেলাস্বাস্হ্যকমপ্লেক্সসের বিনা মূল্যে সম্বন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা কমনিট ভিষণ সেন্টারের শুভ উদ্বোধনঘোষনা করেন।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, ১৮ ই জানুয়ারি বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব কায্যলয় থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩ টি জেলার ৪৫ টি উপজেলার মধ্যে দাকোপ উপজেলার উক্ত কমনিটি ভিষণ সেন্টারটির শুভ উদ্বোধন করেন। খুলনা বিভাগের মধ্যে ১টিমাত্র উপজেলার এ হাসপাতালটি প্রত্যান্ত এলাকায় সেবামান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনেকে জানান। এ প্রতিবেদকের সঙ্গে কথাহয় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আাসা বাজুয়া ইউনিয়নের গোপাল বিশ্বাস(৭০) ও সমর বিশ্বাস( ৬০) সাথে তাঁরা প্রথমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাইনে বলেন আমরা গরীব অসহায় ছিন্ন মুল মানুষ চোখের সেবা নিতে আমাদেরকে যেতে হয় আনেক টাকা খরচ করে খুলনা শহরে। বিনা মূল্যে চক্ষুর চিকিৎসা নেওয়ার জন্য এ সেন্টার আমাদের কাছে একটা মহতি কাজ বলে আমরা মনেকরি। এ ব্যাপারে কথা হয় কমিনিটি ভিষণ সেন্টারের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স(সেবিকা) পূনিমা গাইন ও সাহারিয়া সুলতানার সাথে তাঁরা বলেন এ কমিনিটি সেন্টারটির শুভ উদ্বোধনের কারণে বিনা মূল্যে সাধারণ মানুষ চোখের সেবানিশ্চিত করতে পারবে। শুধু মাত্র হাসপাতাল থেকে ৩(তিন) টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে তাদেরকে। কনফারেন্স লাউঞ্জে উপস্থিত থাকা দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা জানান এ কমনিটি ভিষণ সেন্টার টি চালু হওয়ার ফলে সাধারণ জনগণ বিনা মূল্যে চক্ষু চিকিৎসার পাশাপাশি ঔষধ সরবরাহ স্বাপেক্ষে চশমা, ও প্রয়োজনীয় নিধারিত কেন্দ্রের মাধ্যমে চোখের অপারেশন করাতে পারবেন সবাই বিনামূল্যে। কথা হয় দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান এর সাথে তিনি বললেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারনে দাকোপ সহ পাশ্ববর্তী উপজেলার অবহেলিত জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে এ কমনিটি ভিষণ সেন্টার টি আগ্রনী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এর মধ্যমে মানুষ তাঁদের চোখের দৃষ্টিশক্তি ফিরেপাবে।
Leave a Reply