শফিকুল ইসলাম, গোমস্তাপুর : সংসদীয় ৪৪,চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ নেওয়া হচ্ছে। এ উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলার তিনটি স্থানে ভোটারদের ভোটপ্রদান পদ্ধতি সম্পর্কে অবহিতকরণের কার্যক্রমের আওতায় প্রজেক্টর ও গম্ভীরা গানের মাধ্যমে প্রচার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসের সহযোগিতার অনুষ্ঠিত অবহিতকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আসাদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এতে গম্ভীরা গানের মাধ্যমে ইভিএম এ ভোটাদের ভোট প্রদান বিষয়ের দিক নির্দেশনাগুলো তুলে ধরা হয়। উল্লেখ্য গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে, রহনপুর পৌর এলাকার কলেজমোড়ে ও গোমস্তাপুর বাজারে এই কার্যক্রম চালানো হয়।
Leave a Reply