চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব্বে ভারতীয় এক নাগরিককে অপহরণের ঘটনা ঘটেছে। প্রায় ১৪ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই ব্যক্তিকে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে।
অপহরণের শিকার ওই ভারতীয় নাগরিকের নাম সুশীল হালদার (৫১)। তিনি রাজশাহী-সংলগ্ন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সুফল হালদারের ছেলে। পেশায় জেলে হলেও তিনি বাংলাদেশি মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
সুফল হালদারকে উপজেলার ইউসুফপুর-মোক্তারপুর এলাকার মাদক ব্যবসায়ীদের একটি পক্ষ মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউসুফপুর-সংলগ্ন ভারতীয় চর থেকে অপহরণ করে। পরে রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল চারঘাট পৌরসভার মোক্তারপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন মাধ্যমে তারা ভারতীয় ওই নাগরিককে চর থেকে এনে আটকে রাখার বিষয়টি জানতে পারে। পরে রাত ১০টায় তাকে উদ্ধার করা হয়। বুধবার সকাল ৮টার দিকে বিএসএফের ইন্সপেক্টর মানস চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিন দিন ধরে ইউসুফপুর এলাকার আরিফ-আগুনের সমর্থকদের সঙ্গে মোক্তারপুর এলাকার লালন-আশিকের সমর্থকদের সংঘাত চলছিল। গত সোমবার সন্ধ্যায় লালন ও আশিক তাদের লোকজন নিয়ে ভারতীয় চরে ফেনসিডিল আনতে যায়। আরিফ-আগুনসহ কয়েকজন অস্ত্র ঠেকিয়ে ফেনসিডিল ছিনিয়ে নেয়। এ সময় ভারতীয় নাগরিক সুশীলও সেখানে উপস্থিত ছিলেন। এর জেরে মঙ্গলবার ভোরে লালন-আশিক ও আরিফ-আগুনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেখান থেকে সুশীল হালদারকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে আসে লালন-আশিকের সমর্থকরা। ছিনিয়ে নেওয়া ফেনসিডিল ফেরত দিলেই সুশীলকে ফেরত দেওয়া হবে বলে জানায় তারা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইউসুফপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সামাদ জানান, ভারতীয় এক নাগরিককে মঙ্গলবার রাতে উদ্ধার করে বুধবার সকালে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। মাদক কারবারি দুই পক্ষের বিরুদ্ধেই একাধিক অভিযোগ পেয়েছি। তাদের আটক করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
Leave a Reply