ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মানবতার কবি এসএম আব্দুর রউফের সাহিত্য কর্মের উপর এক আলোচনা সভা ও বিশেষ সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ধামইরহাট সরকারি এমএম কলেজের সবুজ চত্ত্বরে স্থানীয় সোনার বাংলা সংগীত নিকেতনের শিল্পীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মানবতার কবি এস এম আব্দুর রঊফ, ভারত-বাংলা জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেলের স্টার ও বাংলাদেশের একমাত্র কণ্ঠের জাদুকর তানভীর সরকার, ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক মো.রায়হান হোসেন,ব্যবস্থাপক মো.নুর আলম, বিশিষ্ট শিল্পী ও কবি সব্যসাচী তুহিন, প্রভাষক (খন্ডকালিন) ইউনুছার রহমান, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। পরে ইউনিকেয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার রাজশাহী এর উদ্যোগে কবির সাহিত্য ও কর্ম জীবনের উপর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উল্লেখ্য কবি এস এম আব্দুর রউফ ‘বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন, গীতিরতœ, রৌদ্রনীল মহাকাশ, বিষ পিয়ালায় শেষ চুমুক, প্রেম ও ফুল, উঃ! কী বিবর্ণ মহাপৃথিবী, বিচ্ছিন্ন রচনাবলী, বিশ্বলোকে-আমার পদার্পণ ও সর্বশেষ গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ প্রকাশ করে দেশে খ্যাতি অর্জন করেছেন। ইতিমধ্যেই তিনি সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০১০ সালে ‘শিশুকবি রকি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।
Leave a Reply