নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে এক সভায় বিএনপির ভোটারদের ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়ার অভিযোগে দুই জনপ্রতিনিধিকে শোকজ করেছে রিটার্নি কর্মকর্তা দেলোয়ার হোসেন । তারা হলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও তার ছোট ভাই গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন। সোমবার তাদের ৪ ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। প্রসঙ্গতঃ সম্প্রতি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের সমর্থনে আয়োজিত সভায় নেতা-কর্মীদের বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখতে নির্দেশনা দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় বলে জানা গেছে।
Leave a Reply