ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ড্রাগ সুপারের ঝটিকা অভিযানে ঔষুধ দোকানীদের মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। ৩০ জানুয়ারী দুপুরে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঙ্গলবাড়ী বাজারের সুইট ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩ হাজার টাকা জরিমানা, মন্ডল ফার্মেসীর ঔষধ লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা, লাকি ফার্মেসীর লাইসেন্স নবায়ন না করায় দেড় হাজার টাকা জরিমানা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় নওগাঁ জেলা ড্রাগ সুপার রিফাত হাসান, ধামইরহাট উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি দেওয়ান জাহিদ হাসান, মোবাইল কোর্টের পেস কার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ড্রাগ সুপারের নেতৃত্বে ফতেপুর বাজার এলাকায় ঔষুধ ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন সচেতনতামুলক মতবিনিময় করেন।
Leave a Reply